হাওড়া, উত্তর ২৪পরগণায় আনন্দমার্গের  সেমিনার

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ৩০শে জুন ও ১লা,২রা জুলাই আনন্দমার্গ দর্শনভিত্তিক  এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় হাওড়া রাণীহাটিতে ও উঃ২৪পরগণা জেলার নিউব্যারাকপুরে৷ তিনদিনের এই আলোচনা সভায়  আনন্দমার্গ দর্শনের আধ্যাত্মিক, সামাজিক অর্থনৈতিক বিষয়ে আলোচনা হয়৷ বিষয় গুলি ছিল---ভাগবত ধর্ম, সাফল্যলাভের মূলীভূত কারণ, মাইক্রোবাইটাম ও মানবদেহে ও মনে তার প্রভাব ও দ্বন্দ্বাত্মক ভৌতিকতাবাদ ও গণতন্ত্র৷

হাওড়া রানীহাটিতে শুভদীপ হলে ৩০শে জুন সকালে অখণ্ড াা নাম কেবলম্‌ কীর্ত্তন পরিবেশন করে আলোচনা সভার শুভ সূচনা হয়৷ এখানে প্রশিক্ষক ছিলেন আচার্য নির্মলশিবানন্দ অবধূত ও আচার্য তথাগতানন্দ অবধূত৷ তিনদিনের এই সভায় তাত্ত্বিক আলোচনা ছাড়া  সাংসৃকতিক অনুষ্ঠান, তাণ্ডব, কৌষিকী নৃত্য প্রতিযোগিতা হয়৷ প্রতিযোগিতায় সফল ব্যষ্টিদের হাতে পুরস্কার তুলে দেন আচার্য সুতীর্থানন্দ অবধূত৷ তিনি আনন্দমার্গ দর্শনের যোগসাধনা বিষয়ে মূল্যবান আলোচনাও করেন৷ সেমিনারের অন্তিম দিনে আনন্দপ্রগতি সমবায় নামে একটি সমবায়ের উদ্বোধন করেন আচার্য সুতীর্থানন্দ অবধূত৷ সাংসৃকতিক অনুষ্ঠান সঞ্চালনা করেন অমিয় পাত্র৷ আচার্য চিরঞ্জয়ানন্দ অবধূত, আনন্দ রূপলীনা আচার্যা, অবধূতিকা আনন্দ মধুপর্ণা আচার্যা, ডায়োসিস সচিব আচার্য সুবিকাশানন্দ অবধূত, ভুক্তিপ্রধান সুব্রত সাহা প্রমুখের অক্লান্ত প্রচেষ্টায় অনুষ্ঠানটি সার্বিকভাবে সফল হয়৷  উঃ ২৪ পরগণার নিউব্যারাকপুর আনন্দমার্গ আশ্রমের আলোচনা সভায় দুই ২৪ পরগণা কলিকাতা নদীয়া ও মুর্শিদাবাদ থেকে মার্গী ভাই বোনেরা যোগ দেন৷ ৩০শে জুন সকালে অখণ্ড াা নাম কেবলম্‌ কীর্ত্তনের পর অপরাহ্ণে আলোচনা সভা শুরু হয়৷ প্রশিক্ষক ছিলেন আচার্য অভিব্রতানন্দ অবধূত ও আচার্য বোধিসত্ত্বানন্দ অবধূত৷ এছাড়া ছিলেন আচার্য সুতীর্থানন্দ অবধূত৷ অন্তিম দিনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে৷ পথ পরিক্রমায় াা নাম কেবলম্‌ কীর্ত্তন পরিবেশিত হয় ও কয়েকটি জায়গায় বক্তব্য রাখেন নিতাই মণ্ডল৷

শিলং সার্কেলে লামডিং ও ভূবনেশ্বর সার্কেলে বোধে সেমিনার অনুষ্ঠিত হয়৷ এছাড়া দিল্লী সেক্টরের অন্যান্য রাজ্যে ও সেমিনার অনুষ্ঠিত হয়৷