সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
১লা বৈশাখ হাওড়া জেলার আমতা বাস স্ট্যান্ডে আনন্দমার্গ প্রচারক সংঘের হাওড়া ভুক্তি কমিটির উদ্যোগে জলসত্রের আয়োজন করা হয়৷ এই জলসত্র শিবির থেকে পথ চলতি বহু মানুষ স্বেচ্ছাসেবকদের হাত থেকে জল গ্রহণ করে পিপাসা নিবারণ করেন৷ প্রতিবছর বাঙলা নববর্ষের দিন হাওড়া ভুক্তি কমিটি এই জলসত্রের আয়োজন করে৷