হাওড়ায় অখণ্ড কীর্ত্তন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ২৭শে আগষ্ট,২৩ হাওড়া মৌড়ীগ্রামের বিশিষ্ট আনন্দমার্গী শ্যামাপদ মণ্ডল ও বিজলী মণ্ডলের কন্যা তাপসী সাহা ও বরুণ সাহার কন্যা ঐশী সাহার একবৎসর পূর্ণ হওয়া উপলক্ষ্যে বাসগৃহে তিনঘন্টা অখণ্ড কীর্ত্তনের আয়োজন করেন৷ কীর্ত্তন ও মিলিত ঈশ্বর প্রণিধানের পর শিশুকে আশীর্বাদ করেন ও মুখে অন্ন তুলে দেন আচার্য সর্বেশ্বরানন্দ অবধূত ও শিশুর পিতা-মাতা, উপস্থিত সকলেই শিশুকে আশীর্বাদ করেন৷ সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ভুক্তিপ্রধান সুব্রত সাহা৷ কীর্ত্তন, সঙ্গীত পরিবেশন ও অনুষ্ঠান পরিচালনায় সহযোগিতা করেন অবধূতিকা আনন্দরসপ্রজ্ঞা আচার্যা,ব্রহ্মচারিনী গুণাতীতা আচার্যা, প্রশান্ত শীল, মহাব্রত দেব, গুণাতীতা দত্ত, অমিয় পাত্র, গোপা শীল, ভারতী কুণ্ডু, অর্ণব কুণ্ডু চৌধুরী প্রমুখ৷