হাওড়ায় অখণ্ড কীর্ত্তন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ১৯শে নভেম্বর হাওড়া জেলার আমতা থানার কাঁদুয়ার বিশিষ্ট আনন্দমার্গী দিবাকর মাকালের নিজ বাসভবনে তিনঘন্টা অখণ্ড ‘ৰাৰা নাম কেবলম্‌’ অষ্টাক্ষরী মহানামমন্ত্র কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ কীর্ত্তন শেষে মিলিত ঈশ্বর প্রণিধান, গুরুপূজা ও স্বাধ্যায়ের পর কীর্ত্তন বিষয়ে আলোচনা হয়৷

কোণা ঃ কোণা রবীন্দ্রপল্লীতে বিশ্বজিৎ গোস্বামীর বাসগৃহে তিনঘন্টা অখণ্ড ‘ৰাৰা নাম কেবলম্‌’ অষ্টাক্ষরী মহানামমন্ত্র কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ কীর্ত্তন শেষে মিলিত ঈশ্বর প্রণিধান, গুরুপূজা ও স্বাধ্যায়ের পর কীর্ত্তন বিষয়ে আলোচনা হয়৷ এই দিন ছিল বিশ্বজিৎ গোস্বামীর মাতার প্রয়াণ দিবস৷

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আচার্য দেবেশানন্দ অবধূত, মহাব্রত দেব, অবধূতিকা আনন্দ কিশলয়া আচার্যা, অবধূতিকা আনন্দরত্নদীপা আচার্যা, তপন মান্না, গোপা শীল, প্রশান্ত শীল প্রমুখ৷ অনুষ্ঠান পরিচালনায় ছিলেন বকুলচন্দ্র রায়৷