সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
গত ১৯শে নভেম্বর হাওড়া জেলার আমতা থানার কাঁদুয়ার বিশিষ্ট আনন্দমার্গী দিবাকর মাকালের নিজ বাসভবনে তিনঘন্টা অখণ্ড ‘ৰাৰা নাম কেবলম্’ অষ্টাক্ষরী মহানামমন্ত্র কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ কীর্ত্তন শেষে মিলিত ঈশ্বর প্রণিধান, গুরুপূজা ও স্বাধ্যায়ের পর কীর্ত্তন বিষয়ে আলোচনা হয়৷
কোণা ঃ কোণা রবীন্দ্রপল্লীতে বিশ্বজিৎ গোস্বামীর বাসগৃহে তিনঘন্টা অখণ্ড ‘ৰাৰা নাম কেবলম্’ অষ্টাক্ষরী মহানামমন্ত্র কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ কীর্ত্তন শেষে মিলিত ঈশ্বর প্রণিধান, গুরুপূজা ও স্বাধ্যায়ের পর কীর্ত্তন বিষয়ে আলোচনা হয়৷ এই দিন ছিল বিশ্বজিৎ গোস্বামীর মাতার প্রয়াণ দিবস৷
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আচার্য দেবেশানন্দ অবধূত, মহাব্রত দেব, অবধূতিকা আনন্দ কিশলয়া আচার্যা, অবধূতিকা আনন্দরত্নদীপা আচার্যা, তপন মান্না, গোপা শীল, প্রশান্ত শীল প্রমুখ৷ অনুষ্ঠান পরিচালনায় ছিলেন বকুলচন্দ্র রায়৷