হাওড়ায় আনন্দমার্গ ও শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী

সংবাদদাতা
বকুলচন্দ্র রায়
সময়

স্বাধীনতা আন্দোলনের সময় হাওড়া ছিল সুভাষচন্দ্রের দ্বিতীয় দুর্গ৷ রাজনৈতিক উত্থান পতনে ও যখনই নোতুনের আহ্বান আসে হাওড়া সবসময় অগ্রণী ভূমিকা নিয়ে থাকে৷ আনন্দমার্গের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি৷ আনন্দমার্গে সর্বানুসূ্যত জীবন দর্শন ও সুমহান আদর্সে প্রতিষ্ঠিত কর্মীদের ভয় পেয়েছিল শাসক শক্তি৷ সেই পাপশক্তির বিরুদ্ধে আনন্দমার্গের সংগ্রামে হাওড়ার ছিল অগ্রণী ভূমিকা৷ হাওড়াবাসীর সেই ভূমিকাকেই প্রেরণা দিতে বার বার হাওড়ায় এসেছেন শ্রীশ্রীআনন্দমূর্ত্তি৷