হাওড়ায় বর্র্ষবরণ অনুষ্ঠান পালন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ১লা আগষ্ট হাওড়ার জেলার আনন্দমার্গ প্রচারক সংঘের রামরাজাতলা ইয়ূনিটের পক্ষ থেকে বর্ষাবরণ দিবস পালন করা হয়৷ শ্রীপ্রভাতরঞ্জন সরকার রচিত  প্রভাত সঙ্গীতে ঋতুপর্যায়ের বর্ষা ঋতুর গানগুলির পরিবেশন করেন রাওয়া শিল্পী সুপ্রিয়া ভৌমিক ও সহশিল্পীবৃন্দ৷