সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
হাওড়ার রানিহাটী আনন্দমাগ’’ আশ্রমে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল৷ আনন্দমাগ’’ সেবা দলের পক্ষ থেকে জয়ন্ত শীল, সুচিত্রা রীত, মায়া বর, তপন মান্না ,প্রদীপ খাড়া প্রমুখ উপস্থিত থেকে সহযোগিতা করেন৷ এছাড়াও মহাব্রত ব্রহ্মচারী, আচার্য দেবেশানন্দ অবধূত সহযোগিতা করেন৷ সুষ্ঠু ভাবে উক্ত শিবির পরিচালনা করেন ভূক্তি প্রধান সুব্রত সাহা৷