হাওড়ায় দধীচি দিবস

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

হাওড়া ঃ গত ৫ই মার্চ শ্যামপুর ব্লকের সুলতানপুর, বাগনানের বাক্‌সী, উদয়নারায়ণপুর দক্ষিণচাঁদচক, আমতা, রাণীহাটী সহ বিভিন্ন ইয়ূনিটে মার্গী ভাইবোনেরা দধীচি দিবস পালন করেন৷ ১৯৬৭ সালের ৫ই মার্চ আনন্দনগরে কম্যুনিষ্ট ঘাতক বাহিনী পাঁচজন সন্ন্যাসীকে খুন করে৷ সেই থেকে ৫ই মার্চ দধীচি দিবস পালন করা হয়৷ এই দিন সকাল থেকেই জেলার মার্গী ভাইবোনেরা উপবাস করেন৷ সন্ধ্যায় কীর্ত্তন ও মিলিত ঈশ্বর প্রণিধানের পর পঞ্চ দধীচিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে সকলে নেবু জল খেয়ে উপবাস ভঙ্গ করে৷

রামরাজাতলাঃ গত ১৫ই মার্চ হাওড়া রামরাজাতলার শঙ্কর মঠে মার্গগুরুদেবের শুভ পদার্পণ দিবস মর্যাদার সঙ্গে পালন করা হয়৷ প্রভাত সঙ্গীত, কীর্ত্তন ও মিলিত ঈশ্বর প্রণিধানের পর ওই দিনের স্মরণে ও মার্গগুরুদেবের সম্পর্কে আলোচনা করেন জেলার ভুক্তি প্রধান সুব্রত সাহা, অমিয় পাত্র, সুশান্ত শীল, আচার্য সুপ্রভানন্দ অবধূত প্রমুখ৷ ৰাৰার ওই দিনের শঙ্কর মঠের প্রবচন ‘প্রকৃত গুরু কে’ পাঠ করে শোণান ভুক্তি প্রধান সুব্রত সাহা৷

 সন্ধ্যায় মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জেলার সাংস্কৃতিক সচিব তপন ভৌমিক ও শ্রীমতি সুপ্রিয়া ভৌমিক সমস্ত অনুষ্ঠানটিকে নান্দনিক রূপ দেন