হাওড়ায় কৌশিকী দিবস

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ৬ই সেপ্ঢেম্বর হাওড়া-আন্দুল খটির বাজার আনন্দমার্গ আশ্রমে কৌশিকী দিবস পালন করা হয়৷ এই উপলক্ষ্যে উপস্থিত মার্গী ভাই বোনদের কৌশিক প্রশিক্ষণ দেওয়া হয়৷ প্রশিক্ষক ছিলেন সুশান্ত শীল, আচার্য লোপামুদ্রা ব্রহ্মচারিনী ও ভারতী কুন্ডু৷ পরিচালনা করে সেবাধর্মে মিশনের কর্মী বৃন্দ৷