হাওড়ায় কীর্ত্তন দিবস পালন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ৮ই অক্টোবর কীর্ত্তন দিবস উপলক্ষ্যে ডোমজুড় ব্লকের খটির বাজার আনন্দমার্গ আশ্রমে ছয় ঘন্টা ব্যাপী অখণ্ড ‘বাবা নাম কেবলম্‌’ কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ এই উপলক্ষ্যে ডোমজুড় শহরে বিভিন্ন পথ পরিক্রমা করেন একটি কীর্ত্তনীয় দল৷ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন সেবাধর্ম মিশনের ভুক্তিপ্রধান সুশান্ত শীল, ভুক্তিপ্রধান সুব্রত সাহা অবধূতিকা আনন্দ কিশলয়া আচার্যা ও স্থানীয় ইয়ূনিটের মার্গী ভাইবোনেরা৷ কীর্ত্তন প্রসঙ্গে ও তাৎপর্যের ওপর বক্তব্য রাখেন মহাব্রতদেব, অমিয় পাত্র৷ এই উপলক্ষ্যে নারায়ণ সেবারও আয়োজন করা হয়েছিল৷

মহাপ্রয়াণ দিবস ঃ গত ২১শে অক্টোবর পরমারাধ্য গুরুদেব শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী মহাপ্রয়াণ দিবস উপলক্ষ্যে হাওড়া রাণীহাটিতে তিনঘন্টা অখণ্ড কীর্ত্তন ও শতাধিক দুঃস্থ মহিলাদের বস্ত্র বিতরণ করা হয়৷ অনুষ্ঠান শেষে নারায়ণ সেবারও আয়োজন করা হয়েছিল৷

শিবপুর চ্যাটার্জী হাটে আনন্দমার্গ সুকলের অধ্যক্ষা অবধূতিকা আনন্দ কিশলয়া আচার্যার উদ্যোগে মহাপ্রয়াণ দিবস উপলক্ষ্যে অখণ্ড কীর্ত্তন বস্ত্র বিতরণ ও নারায়ণ সেবার আয়োজন করা হয়েছিল৷ সহযোগিতায় ছিলেন বকুল রায়, অমিয় পাত্র, সুপ্রিয়া ভৌমিক, শ্যামসুন্দর দাস, নিশিথ রীত৷

হাওড়ায় সমবায় ঃ হাওড়া জেলায় প্রাউটিষ্টদের সমবায় শাখার পক্ষ থেকে একটি আনন্দ প্রগতি নামে সমবায় খোলা হয় সুশান্ত শীলের উদ্যোগে সহযোগিতায় আছেন ভারতী কুণ্ডু, দিপ্তি বিশ্বাস, হারাধন পাল প্রমুখ৷ এখানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও বিভিন্ন কুঠির শিল্পজাত দ্রব্য পাওয়া যাচ্ছে৷

অন্নপ্রাশন ঃ গত ৮ই অক্টোবর শ্যামপুর ব্লকের সুলতানপুর আনন্দমার্গ সুকলে গৌরাঙ্গ প্রামাণিকের পুত্রের অন্নপ্রাশন ও নামকরণ আনন্দমার্গে চর্যাচর্য বিধিমতে অনুষ্ঠিত হয়৷ পুত্রের নাম রাখা হয় জীবনেষ৷ অনুষ্ঠানে পৌরোহিত্য করেন শ্রী বকুল রায়৷ এইদিন কীর্ত্তন দিবস উপলক্ষ্যে স্কুল প্রাঙ্গনে তিনঘন্টা অখণ্ড কীর্ত্তন ও বস্ত্র ও নারায়ণ সেবার আয়োজন করা হয়েছিল৷

শ্রাদ্ধানুষ্ঠান ঃ হাওড়া আমতা ব্লকের উদয়নারায়ণপুর বিশিষ্ট আনন্দমার্গী পরলোকগত বীরেন্দ্রনাথ ভৌমিকের শ্রাদ্ধানুষ্ঠান গত ২৯শে অক্টোবর আনন্দমার্গের চর্যাচর্য বিধি মতে অনুষ্ঠিত হয়৷ এই উপলক্ষ্যে ওইদিন সকাল থেকেই শ্রী ভৌমিকের বাসভবনে জেলার মার্গী ভাইবোনেরা ও বীরেন্দ্রনাথ ভৌমিকের শোকার্ত আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব উপস্থিত হন৷ সকাল ৯টা ৩০মিনিটে অনুষ্ঠানটি শুরু হয়৷ শুরুতে প্রভাত সঙ্গীত ও কীর্ত্তন পরিবেশন করেন শংকর সরকার, মদন দেব, সুপ্রিয়া ভৌমিক প্রমুখ৷ এরপর মিলিত সাধনা ও স্বাধ্যায়ের পর আনন্দমার্গের সমাজশাস্ত্র  ও শ্রাদ্ধের তাৎপর্য বিষয়ে বক্তব্য রাখেন আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত৷ শ্রাদ্ধানুষ্ঠানে পৌরোহিত্য করেন আচার্য দেবেশানন্দ অবধূত৷ পরিশেষে স্মৃতিচারণায় অংশ নিয়ে শ্রী তপন ভৌমিক প্রমুখ  বীরেন্দ্রনাথ ভৌমিকের জীবনের মহত্ম্যপূর্ণ ঘটনাগুলি তুলে ধরেন৷ স্মৃতি চারণায় শ্রী ভৌমিকের সততা ও প্রতিবেশীদের প্রতি সহমর্মিতা কথা সকলেই স্বীকার করেন৷ 

গত ১২ই অক্টোবর হাওড়া সালকিয়ায় বিশিষ্ট আনন্দমার্গী পরলোকগত সত্যেন রায়ের শ্রাদ্ধানুষ্ঠান মার্গীয়বিধিতে অনুষ্ঠিত হয়৷ উক্ত অনুষ্ঠানে পৌরোহিত্য করেন শ্রী বকুল রায়৷

উদয়নারায়ণপুর ব্লকের দক্ষিণ চাঁদচক গ্রামের একনিষ্ঠ আনন্দমার্গী বেচারাম বাগের পরলোকগত পিতার শ্রাদ্ধানুষ্ঠান আনন্দমার্গ বিধিতে অনুষ্ঠিত হয়৷ এই অনুষ্ঠানে পৌরহিত্য করেন আচার্য দেবেশানন্দ অবধূত৷