হাওড়ায় কম্বল বিতরণ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

হাওড়ার শ্যামপুর ব্লকের সুলতানপুরে আনন্দমাগ’’ আশ্রমে বকুল রায়ের ব্যবস্থাপনায় ও স্বতন্ত্র বৈতালিকেরর সহযোগিতায় ১১ই ডিসেম্বর বুধবার সকালে কম্বল বিতরণ অনুষ্ঠানে বহূ দু:স মহিলাকে শীত বস্ত্র বিতরণ করা হয়৷ শ্রদ্ধেয় দিদি রসধ্যানায় নন্দ রসধ্যানা আচায্যা’’ উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে কম্বল বিতরন করেন৷