হাওড়ায় মার্গীয় বিধিতে শ্রাদ্ধানুষ্ঠান

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত২৭শে আগষ্ট হাওড়া জেলার  উদংগ্রামের বিশিষ্ট আনন্দমার্গী পরলোকগত মুরারী কাঁড়ার শ্রাদ্ধানুষ্ঠান আনন্দমার্গে চর্যাচর্য বিধিতে সম্পন্ন হয় স্থানীয় মার্গী ভাইবোন ও শ্রী কাঁড়ায়ের আত্মীয় স্বজনের উপস্থিতিতে৷ অনুষ্ঠানে পৌরহিত্য করেন আচার্য দেবেশানন্দ অবধূত৷ প্রভাত সঙ্গীত ও কীর্ত্তন পরিবেশন করেন মহাব্রত দেব ও ভদ্রেশ্বর অধিকারী৷ শ্রী কাঁড়ারের স্মৃতিচারণা করেন পুত্র-কন্যা ও জেলার বিশিষ্ট আনন্দমার্গী লক্ষ্মীকান্ত হাজরা, ভুক্তিপ্রধান সুব্রত সাহা৷