হাওড়ায় মহাপ্রয়াণ দিবস পালন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

হাওড়া জেলার প্রতিটি ইয়ূনিটে ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে মহাপ্রয়াণ দিবস পালন করা হয়৷ জেলার ভুক্তি কার্যালয় রানীহাটী আশ্রমে অখণ্ড ‘ৰাৰা নাম কেবলম্‌’ কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ কীর্ত্তন শেষে মিলিত সাধনা ও স্বাধ্যায়ের পর  মহাপ্রয়াণ দিবসের তাৎপর্য ও গুরুত্ব বিষয়ের আলোচনা হয়৷ এরপর দুঃস্থ মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়৷ অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ভুক্তি প্রধান সুব্রত সাহা ও স্থানীয় মার্গী ভাইবোনেরা৷ এছাড়া জেলার সুলতানপুর, চালিধাউড়িয়া, নারীট গাজিপুর, দক্ষিণ চাঁদচক, আমতা, শিবপুর চ্যাটার্জী হাট সহ প্রতিটি ইয়ূনিটে মহাপ্রয়াণ দিবস উপলক্ষ্যে অখণ্ড কীর্ত্তন ও নারায়ণ সেবার আয়োজন করা হয়ে ছিল৷

চালিধাউড়িয়া আনন্দমার্গ স্কুলের অধ্যক্ষা অবধূতিকা আনন্দ রূপলীনা আচার্যা মহাপ্রয়াণ দিবস উপলক্ষ্যে কীর্ত্তনের আয়োজন করেছিলেন৷ স্থানীয় ইয়ূনিটের মার্গী ভাইবোনেরা এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন৷