সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
১২ই ফেব্রুয়ারি আনন্দ মার্গের ইতিহাসে একটি উল্লেখযোগ্য দিন জগৎগুরু শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীকে ইন্দিরা গান্ধী মিথ্যা মামলায় জড়িয়ে পাঠনার বাঁকিপুর সেন্ট্রাল জেলে তা কে গ্রেফতার করে রেখে ছিলেন৷ সেখানে ১৯৭৩ সালের ১২ই ফেব্রুয়ারী তাঁকে বিষ খাইয়ে মেরে ফেলার চেষ্টা করে ছিল কিন্তু তিনি বিষ হজম করে নীলকন্ঠ হয়ে ছিলেন৷ হাওড়ার রানিহাটীতে নীলকন্ঠ দিবসে এলাকার মানুষ দের মধ্যে হ্যান্ড বিল বিলি করা হয়৷ ঐ দিনকার গুরুত্ব বিষয়ে আলোচনা করা হয়৷ হাওড়ার সাঁকরাইলের সন্ধিপুরে অখন্ড বাবা নাম কেবলম কীর্ত্তন অনুষ্ঠিত হয় সমীর পাত্রের ব্যবস্থাপনায় ওনার কারখানায়৷ কীর্ত্তন পরিচালনা করেন সুশান্ত শীল,সহযোগিতায় ছিলেন সুব্রত সাহা, মহাব্রত ব্রহ্মচারী আচার্য দেবেশানন্দ অবধূত, সুমিতা শীল,মায়া বর এবং স্থানীয় মার্গীগণ৷ কীর্ত্তন শেষে দিপ্রাহিক আহারের সুব্যবসা করে ছিলেন সমীর পাত্র৷