হাওড়ায় পদার্পণ দিবস পালন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

হাওড়ার উলুবেড়িয়ায় ১৯৭৯ সালের ১৬ই জানুয়ারি জগৎ গুরু শ্রীশ্রীআনন্দমূর্তিজী তাঁর পদধূলি দিয়ে উলুবেড়িয়ার তথা হাওড়ার মাটিকে ধন্য করেছেন৷ প্রত্যেক বৎসরের ন্যায় এই বৎসর ও উক্ত দিবস খুব সুন্দরভাবে আমরা উৎযাপন করলাম৷ অনুষ্ঠানে প্রভাত সঙ্গীত পরিবেশন ও কীর্তন পরিবেশেন করেন যথাক্রমে সুপ্রিয়া ভৌমিক, সুশান্ত শীল, মোনালিসা ঘোষ , বিমল সাউ প্রমূখ৷ সাধ্যায় পাঠ করেন সুব্রত সাহা, ১ম বক্তব্য রাখেন বকুল রায় মহোদয় তিনি তার বক্তব্যে ঐ দিনকার ঘটনার বিবরণ তুলে ধরেন৷ তারপর বক্তব্য রাখেন আচার্য প্রিয় কৃষ্ণানন্দ অবধূত তার বক্তব্যে তুলে ধরেন কীভাবে ভক্তবৃন্দ তার শ্রেষ্ঠ সম্পদ দিয়ে পরমপুরুষকে নিজের করে নিতে পারেন৷ এরপর যথাক্রমে বক্তব্য রাখেন আ: নির্মলশিবানন্দ অবধূত, আ: সন্তদীপানন্দ অবধূত, নোতুন হূগলী ডায়াসিসের ডি এস আ: ব্রজকৃষ্ণানন্দ অবধূত পূর্ব মেদিনীপুর জেলার ভূক্তি প্রধান শ্রী সুভাষ প্রকাশ পাল মহাশয় ও তপময় বিশ্বাস প্রমুখ৷ এরপর শীত বস্ত্র বিতরণ৷ সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন অমিয় পাত্র মহোদয়৷ গুরু পুজার পর ভূক্তি প্রধান সুব্রত সাহা দিপ্রাহরিক আহারের পর অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন৷