হাওড়ায় প্রথম স্তরীয় ডায়াসিস লেবেল সেমিনার

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

হাওড়া জেলার আমতা আনন্দমার্গ স্কুলে ১ম ডায়াসিস লেবেল সেমিনার অনুষ্ঠিত হয়৷ ৩১শে জানুয়ারি,১লা ও ২রা ফেব্রুয়ারি’২৫৷ ৩ দিনের সেমিনারে প্রশিক্ষক ছিলেন আচার্য তথাগতানন্দ অবধূত, আচার্য বোধিসত্ত্বানন্দ অবধূত ও অবধূতিকা আনন্দ অভিষা আচার্যা৷ আয়োজক ছিলেন আচার্য সন্দিপ্তানন্দ অবধূত৷ সহযোগিতায় ছিলেন হাওড়ার ভূক্তি প্রধান সুব্রত সাহা স্থানীয় মার্গী ভাইবোনেরা৷ আমতা স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক লক্ষ্মীকান্ত হাজরা ও সহকারী শিক্ষকবৃন্দের সহযোগিতা ছিল অতুলনীয়৷ সেমিনারে আলোচ্য বিষয়বস্তু ছিল আনন্দমার্গের সর্র্বত্মক জীবনাদর্শের বিভিন্ন দিক-অষ্টাঙ্গিক যোগ সাধনা, সমাজের সার্বিক কল্যাণ, শিক্ষা ব্যবস্থা, সঙ্গীত-শিল্প-সাহিত্য- সংস্কৃতি, সমাজ-ব্যবসা প্রভৃতির ওপর বিস্তারিত আলোচনা৷ তাছাড়াও জগতের কল্যাণের জন্য শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী দিয়েছেন এক যুগান্তকারী সামাজিক- অর্থনৈতিক দর্শন - যার নাম ‘প্রাউট’ যার মাধ্যমে এক সর্ব প্রকার শোষণমুক্ত মানব সমাজ গড়ে তোলা সম্ভব হবে৷ ‘আত্মমোক্ষার্থং’ ‘জগদ্ধিতায়চ’-আত্মমোক্ষ ও জগতের কল্যাণ-এটাই আনন্দমার্গের লক্ষ ও উদ্দেশ্য৷ এছাড়া বিশিষ্ট আনন্দমার্গী বকুল চন্দ্র রায় উক্ত অনুষ্ঠানে বাবার অনেক গল্প বলেন৷ আরও সহযোগিতায় ছিলেন অমিয় পাত্র উপস্থিত ছিলেন ড: অকুমার মাইতি৷ প্রায় ১০টা জেলা থেকে অনেক দাদা দিদি ও মার্গী ভাইবোনেরা উপস্থিত ছিলেন৷ প্রত্যহ প্রভাত ফেরী, নগর কীর্ত্তন, পথসভা, তান্ডব-কৌশিকী প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ৷ প্রত্যহ সুস্বাদু আহার ও থাকার সুব্যবস্থা ছিল৷ মূখ্য প্রশিক্ষক আচার্য তথাগতানন্দ অবধূত সমগ্র অনুষ্ঠান সুষ্ঠ ভাবে সম্পন্ন হওয়ায় প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে সেমিনারের সমাপ্তি ঘোষণা করেন৷ এছাড়া ও এই সেমিনারকে আন্তরিকভাবে সহযোগিতা করেছেন দীপ্তি বিশ্বাস, ভারতী কুন্ডু, স্বতন্ত্র বৈতালিক, তপন মান্না ও মহাব্রত ব্রহ্মচারী৷