হাওড়ায় সেমিনার

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ৬ই আগষ্ট জগৎবল্লভপুর ব্লক সেমিনার অনুষ্ঠিত হয় হাঁটাল গ্রামে৷ সেমিনারে আনন্দমার্গ দর্শনের আধ্যাত্মিক ও সামাজিক অর্থনৈতিক বিষয়ে আলোচনা করেন মহাব্রত দেব, অবধূতিকা আনন্দকিশলয়া আচার্যা ও ভুক্তিপ্রধান সুব্রত সাহা৷

গত১৪ই আগষ্ট উলুবেড়িয়া আনন্দমার্গ স্কুলে উলুবেড়িয়া ডিট স্তরের সেমিনার অনুষ্ঠিত হয়৷ সেমিনারে প্রশিক্ষক ছিলেন মহাব্রত দেব৷ প্রাউট তত্ত্বের উপর মনজ্ঞ আলোচনা করেন শ্রী বকুল রায়৷