গত ১৬ ও ১৭ই মার্চ হাওড়া ডিটের সেমিনার অনুষ্ঠিত হয় রাণিহাটী আনন্দমার্গ আশ্রমে৷ আনন্দমার্গ দর্শন বিষয়ে আলোচনা করেন অমিয় পাত্র, আচার্য চিরঞ্জয়ানন্দ অবধূত, আচার্য দেবেশানন্দ অবধূত, মহাব্রত ব্রহ্মচারী প্রমুখ৷
গত ২৩ ও ২৪শে মার্চ উলুবেড়িয়া ডিটের সেমিনার অনুষ্ঠিত হয় আমতা আনন্দমার্গ স্কুলে৷ প্রশিক্ষক ছিলেন অমিয় পাত্র৷ বক্তব্য রাখেন মহাব্রত ব্রহ্মচারী ও দেবেশানন্দ৷ স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রী লক্ষ্মীকান্ত হাজরার নান্দনিক ব্যবস্থাপনায় সেমিনারটি সার্থক হয়৷ তাঁকে সাহায্য করেন শ্রীমতি দীপ্তি বিশ্বাস, ভারতী কুণ্ডু প্রমুখ৷ ভুক্তিপ্রধান শ্রী সুব্রত সাহা উপস্থিত সকলকে ধন্যবাদ দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন৷
গত ৩০শে মার্চ উলুবেড়িয়া ধূলাসিমলা বাঁশখালীতে শ্রী হারাধন পালের ব্যবস্থাপনায় একটি সেমিনার অনুষ্ঠিত হয়৷ ৩১শে মার্চ ঝিকিরায় সেমিনার অনুষ্ঠিত হয়৷ প্রশিক্ষক ছিলেন অমিয় পাত্র৷