গত ১৮ই জুন,২৩ হাওড়া জেলার সালকিয়া এএম হাইস্কুলে শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী শুভ পদার্পন দিবস পালিত হয়৷ ১৯৬৬ সালের ১৮ই জুন হাওড়ার সালকিয়া পদার্পণ করেছিলেন শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী৷ এই উপলক্ষ্যে জেলার ভুক্তি কমিটি ১৮ইজুন এক মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন এ.এম হাইসুকলে৷ সকাল ৯টা থেকে অপরাহ্ণ ৫টা পর্যন্ত অনুষ্ঠান চলে৷ অনুষ্ঠানের শুরুতে প্রভাত সঙ্গীত ও তিনঘন্টা অখণ্ড াা নাম কেবলম্ কীর্ত্তন পরিবেশিত হয়৷ কীর্ত্তন করেন আচার্য বাসুদেবানন্দ অবধূত, গার্গী বিশ্বাস, অনিতাচন্দ মাইতি, লক্ষ্মীকান্ত হাজরা, আচার্য চিরঞ্জীবানন্দ অবধূত প্রমুখ৷ মিলিত সাধনার পর স্বাধ্যায় করেন ভুক্তিপ্রধান সুব্রত সাহা৷ এরপর ছাত্র-ছাত্রাদের বই খাতা ও মহিলাদের বস্ত্র বিতরণের পর প্রথম পর্বের অনুষ্ঠান সমাপ্ত হয়৷
দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে প্রথমে প্রভাত সঙ্গীত পরিবেশন করেন সংশুদ্ধা ঘোষ ও অন্যান্যরা৷ এরপর শ্রী বকুল রায় হাওড়া জেলায় বিভিন্ন সময়ে াার পদার্পণের স্মৃতিচারণা করেন৷ ১৯৬৬ সালের ১৯শে জুন, সালকিয়া এ.এম হাইস্কুলে, উলুবেরিয়া বিটি কলেজে ১৬ই জানুয়ারী ১৯৭৯ সালে ও রামরাজাতলা শঙ্খ মঠে ১৯৮১ সালের ১৫ই মার্চ াা হাওড়ায় এসেছিলো৷ এছাড়া ১৯৬৯ সালে সালকিয়ার একমার্গী গৃহে াা রাত্রি যাপন করেছিলেন ও ১৯৮৬ বোটানিক্যাল গার্ডেন পরিদর্শন করেছিলেন৷ শঙ্করমঠে াা প্রকৃত গুরুকে ও এ.এম হাইসুকলে জ্ঞান কর্ম ও ভক্তি বিষয়ে প্রবচন দেন৷
আনন্দমার্গ দর্শনের বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন আচার্য অভিব্রতানন্দ অবধূত, অর্পিতা ভৌমিক, বিশ্বজিত ভৌমিক, বিভাংশু মাইতি, শুভেন্দু ঘোষ, শুভ মানস ঘোষ প্রমুখ৷ গুনাতীতা দত্তের প্রভাত সঙ্গীত পরিবেশনের পর অনুষ্ঠান সমাপ্ত হয়৷ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অমিয় পাত্র৷ সমগ্র অনুষ্ঠানের ব্যবস্থাপনার ছিলেন শ্রী বকুল রায়, ভুক্তিপ্রধান সুব্রত সাহা প্রমুখ৷