গত ম্যাচ গুলিতে মোহনবাগান দলের যে পরিস্থিতি তাতে খুবই নিরাশ ফুটবলপ্রেমীরা কিন্তু এমনভাবে বসে থাকলে চলবে৷ খেলায় হার জিত তো থাকবেই তবে হেরে গিয়ে বসে থাকার দল মোহনবাগন নয়, তাই হারের কথা ভুলে জয়ের রথে পা দেবার প্রস্তুতিতে মগ্ণ মোহনবাগান৷ আজকের ম্যাচে আজ অর্র্থৎ শুক্রবারের ম্যাচে মোহনবাগানের ম্যাচ আছে সেই ম্যাচের আগের দলের ফুটবলার তিনি বলছেন, ‘‘এ বার সমানে হায়দরাবাদ৷ এই দলটাও সেট পিসে যথেষ্ট দক্ষ৷ ভালই গোল পাচ্ছে৷ আমাদের রক্ষণের লক্ষ্য থাকবে সেট পিস কিক-এর বল এলে যেন আর ব্যর্থ না হই৷ সেই আক্রমণ প্রতিহত করতে হবে৷ কোন ম্যাজিকে এটা আটকানো সম্ভব নয়৷ আরও বেশি অনুশীলনের প্রয়োজন আছে৷ অনুশীলনের মাধ্যমে নিজেদের সব ভুল ত্রুটিগুলিকে শুধরে নিতে হবে৷ সেই চেষ্টাই চালানো হচ্ছে৷
শুক্রবারের ম্যাচে আগের ম্যাচগুলিতে যে ভুলগুলি হয়েছিল সেগুলি যেন না হয় তার জন্য বিশেষ নজর দেওয়া হচ্ছে আর এই কাজ সুনিপুণভাবে করছেন এডু গার্সিয়ারা৷ আসন্ন ম্যাচ প্রসঙ্গে গার্সিয়া বলছেন, ‘‘ম্যাচে আমাদের ভুল ত্রুটি শুধরে নিতে হবে৷ হায়দ্রাবাদে বেশ কিছু ভাল ফুটবলার রয়েছে৷ কিন্তু আমাদের কাছে ঘুরে দাঁড়িয়ে ফের জয়ের রাস্তায় ফেরাটাই প্রতিজ্ঞা৷ যেভাবেই হোক তিন পয়েন্ট পেতেই হবে৷ সেই আত্মবিশ্বাসের ওপর ভর করে আমরা আমাদের অনুশীলন চালাচ্ছি৷ অজান্তেই প্রতিটি টিমেরই ভুল হয়, খেলার সময় না জেনেই অনেক সময় অনেক ভুলের সম্মুখীন হতে হয় সেই দিনটাকে টিমের খারাপ দিন হিসেবে ধরা হয়৷ কিন্তু খারাপ দিন এসেছে বলে পরের দিনটাও খারাপ হবে এটা ভাবা বোকামী, পরের দিনটা হল সেই ভুল গুলো শুধরে নেওয়ার দিন৷ আর মোহনবাগানও তাই করতে চায়৷