গত ১০ মার্চ ২৪ রবিবার নদীয়া জেলার বিভিন্ন স্থান থেকে আগত ৫০জন ভক্তের উপস্থিতিতে নদীয়া জেলার অন্তর্গত হবিপপুর গ্রামের বিশিষ্ঠ আনন্দমার্গী তথা হবিপপুর ইউনিট সেক্রেটরী সুকান্ত বিশ্বাসের বাসগৃহে সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত ৩ঘন্টা ব্যাপী মানব মুক্তির মহামন্ত্র বাবানাম কেবলম অখন্ড সংকীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ কীর্ত্তনের মধু মুর্চনায় গ্রামের দূর-দুরান্ত থেকে বহু ভক্ত কীর্ত্তন অঙ্গনে ছুটে আসেন৷
কীর্ত্তন ও প্রভাত সঙ্গীত পরিচালনা করেন ব্রহ্মচারিণী সুচেতা আচার্যা, ডাঃ বৃন্দাবন বিশ্বাস, কৌশিক সরকার, শ্রীমতী কাকলী মন্ডল প্রমুখ৷ কীর্ত্তন শেষে মিলিত সাধনা,গুরুপুজা, স্বাধ্যায় হয়৷
কীর্ত্তন মহিমা বিষয়ে আলোচনায় অংশ গ্রহণ করেন বিশিষ্ঠ শিক্ষাব্রতী ও জনপ্রিয় প্রাবন্ধিক শ্রী মনোরঞ্জন বিশ্বাস ও নদীয়া ভুক্তি প্রধান ডাঃবৃন্দাবন বিশ্বাস৷ শতাধিক ভক্তকে নারায়ন সেবায় আপ্যায়ীত করেন ভাই সুকান্ত বিশ্বাস৷