সংবাদদাতা
পি.এন.এ.
সময়
বিশ্ব উষ্ণায়নের ফলে গত ২০ বছরে ৫৭ কোটি হাতির ওজনের সমান হিমবাহ গলেছে হিমালয়ে৷ এর জেরে পাহাড়ী অঞ্চলের বহুগুন মাত্রায় ধসের পরিমান বেড়ে গিয়েছে৷ গত সপ্তাহে সিকিমের গ্যাংটক-নাথুলা জে এন.এম রোডে ছাঙ্গুর কাছে তুষার ধসে প্রাণ হারান সাতজন৷ বিপর্যস্ত জনজীবন৷ এই বিপুল পরিমান হিমবাহ গলার খবর প্রকাশ্যে এল৷ নেচার জিও সায়েন্স জানালে প্রকাশিত একটি গবেষণা পত্রে এই তথ্য উল্লেখ হয়েছে৷ গঙ্গোত্রীর মতো বিশাল হিমবাহগুলি প্রায় প্রত্যেকটি গলে গিয়ে তৈরী হয়েছে বরফগলা জলের হ্রদ যা পার্শ্ববর্তী এলাকায় বন্যার আশঙ্কা বাড়িয়ে দিয়েছে৷ মধ্য হিমালয়ে বরফ গলার পরিমান সবচেয়ে বেশী৷ এই অঞ্চলে হ্রদের পরিমানও বেশী৷ এই তথ্য সামনে আসায় বিজ্ঞানীদের আশঙ্কা বেড়েছে৷