হিমালয়ের নীচে আরও বড় ভূমিকম্পনের  আশঙ্কা

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

শুক্রবার রাত ১২টা নাগাদ হঠাৎ ভূমিকম্পে কেঁপে ওঠে ভারতের প্রতিবেশী দেশ নেপাল৷ ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়, ভূমিকম্পের উৎসস্থল ছিল নেপালের জাজারকোটের রামিদণ্ডা৷ কম্পনের কেন্দ্র মাটি থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে ছিল৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৪৷ নেপালের ভূকম্পনের অভিঘাতে কেঁপে উঠেছিল সুদুর দিল্লির মাটিও৷ বেশ কিছুক্ষণ ধরে টের পাওয়া গিয়েছিল কম্পন৷ এছাড়াও ভূমিকম্পের কারণে এন.সি.আর অযোধ্যা-সহ উত্তর ভারতের বড় অংশের মাটিতে কম্পন অনুভূত হয়েছিল৷ লখনউ ও বিহারের বেশ কিছু জায়গাও কেঁপে ওঠে৷ ভূমিকম্প আঘাত হানার কিছুক্ষণের মধ্যে বেশ কয়েকটি বাড়ি তাসের ঘরের মতো ধসে পড়ে৷ বিজ্ঞানীদের একাংশের দাবী, হিমালয়ের নীচেও ভূকম্পন বলয় সক্রিয় হয়ে উঠেছে৷ যার জেরে ভারতীয় পাতের সঙ্গে ইউরেশীয় পাতের বিরোধ তৈরি হতে পারে৷ ভারতীয় পাতটি ক্রমে উত্তর দিকে এগোচ্ছে৷ এর ফলে ইউরেশীয় পাতের সঙ্গে তার সংঘর্ষ হতে পারে৷ তাই হিমালয় এলাকায় যেকোনও মুহূর্তে বড় সড় ভূমিকম্পের আশঙ্কা রয়েছে৷

৪-৫ কোটি বছর আগে ভারতীয় পাত ও ইউরেশীয় পাতের সংঘর্ষের ফলেই তৈরি হয়েছিল হিমালয় পর্বতমালা৷ ভারতীয় পাতের সেই উত্তরাভিমুখী গমন এখনও থামেনি৷ তাই ছোট-বড় ভূমিকম্প এই এলাকায় লেগেই আছে৷ বিজ্ঞানীদের মতে, ভারতীয় পাতের সক্রিয়তার ফলে ইউরেশীয় পাতের উপরে যে চাপ তৈরি হচ্ছে, আগামী দিনে তা বড় সড় ভূমিকম্পের আকার  নিতে পারে৷ রিখটার স্কেলে তার মাত্রা হতে পারে আটের বেশি৷ সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা৷