কেন্দ্রীয় সরকার নয়া জাতীয় শিক্ষনীতির মাধ্যমে হিন্দি সাম্রাজ্যবাদ বিস্তারের পরিকল্পনা নিয়েছে তাই আরএসএস ও বিজেপির হিন্দি প্রসারের দলীয় কৌশলকে জাতীয় শিক্ষানীতি বলে চালাতে চাইছে কথাগুলি বলেন বাঙালী ছাত্র যুব সমাজের সচিব শ্রী তপোময় বিশ্বাস তিনি আরও বলেন হিন্দি তো একটি পূর্ণাঙ্গ ভাষা নয়, ভারতবর্ষের অন্য কোনো ভাষাও বাঙলার ধারে কাছে নেই যে ভাষায় দেশের জাতীয় সঙ্গীত গাওয়া হয়, সেই বাংলা ভাষাই দেশে ধ্রুপদি ভাষায় স্থান পায় না এরপরেও কেন্দ্রীয় সরকারের বাঙালী বিদ্বেষের মুখোশ খোলার প্রয়োজন পড়ে কি তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন জোর করে ছলে-বলে-কৌশলে হিন্দি চাপানোর পরিণতি কখনোই ভালো হবে না কেন্দ্রীয় সরকার যেন তদানীন্তন পূর্ব পাকিস্তানে বাঙালীর মুখের ভাষা কেড়ে উর্দু চাপানোর পরিণতি স্মরণ করে নানা ভাষাভাষীর সোভিয়েত ইউনিয়নকেও জোরপূর্বক রুশিকরণ করতে গিয়ে পৃথিবীর মানচিত্র থেকেই মুছে গেছে তাই বাঙলায় জোর করে হিন্দি চাপানোর পূর্বে ঐতিহাসিক ঘটনাগুলো যেন স্মরণে রাখে কেন্দ্রীয় সরকার।
সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়