গত ১৯শে অক্টোবর আমরা বাঙালী হাওড়া জেলা কমিটির পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের বৈষম্য মূলক ভাষানীতির বিরুদ্ধে হাওড়া জেলাশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয় ও জেলাশাসকের মারফৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়৷
ওইদিন দ্বিপ্রহরে আমরা বাঙালীর জেলার বিভিন্ন প্রান্তের কর্মীবৃন্দ জেলাশাসকের কার্যালয়ের সামনে সমবেত হয় ও বিক্ষোভ প্রদর্শন করতে থাকে৷ কেন্দ্রীয় সচিব জ্যোতিবিকাশ সিন্হা, সংঘটন সচিব জয়ন্ত দাশ ও কয়েকজন সদস্য জেলাশাসকের কার্যালয়ে প্রবেশ করে জেলা শাসকের হাতে একটি স্মারকলিপি তুলে দেওয়া হয় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে৷ সংঘটনের দাবী ছিল সম্প্রতি কেন্দ্রীয় সরকারের গঠিত সংসদীয় কমিটির সুপারিশ অনুযায়ী সরকারী কাজে সারা দেশে হিন্দি চাপানোর যে চক্রান্ত শুরু হয়েছে তা অবিলম্বে বন্ধ করতে হবে৷ স্মারকলিপি প্রদানের পর জেলাশাসকের কার্যালয়ের সামনে একটি পথসভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সচিব জ্যোতিবিকাশ সিনহা, সংঘটন সচিব জয়ন্ত দাশ, কেন্দ্রীয় কমিটির সদস্য অমর চট্টোপাধ্যায়, ছাত্রনেতা তপোময় বিশ্বাস, অর্ণব কুণ্ডু, বাদল বাগ প্রমুখ৷ বক্তারা বলেন--- হিন্দি ভারতের রাষ্ট্রভাষা নয়, বহু ভাষাভাষীর দেশ ভারতবর্ষে হিন্দি চাপাতে গেলে ভারতের পরিণতি পাকিস্তানের মতো হবে৷ সাবেক পূর্ব বাংলায় জোরপূর্বক উর্দু চাপানোর পরিণতি দেখে দিল্লির শাসকরা যেন শিক্ষা নেয়৷