ক্রিকেটে বিশ্ব টেষ্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারলেও হকিতে সোনার দিন ভারতের৷ মহিলাদের জুনিয়র এশিয়া কাপ প্রতিযোগিতাঃয় চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল৷ ফাইনালে ২-১ গোলে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে তারা৷ এই প্রথমবার মহিলাদের জুনিয়র এশিয়া কাপ জিতল ভারত৷
জাপানের কাকামিঘারায় ফাইনালে শুরু থেকেই দাপট দেখিয়ে খেলছিলেন ভারতের মেয়েরা৷ কিন্তু প্রথম কোয়ার্টারে গোলের মুখ খুলতে পারেনি ভারতীয় দল৷ দ্বিতীয় কোয়ার্টারে ২২মিনিটের মাথায় প্রথম গোল করে ভারত৷ পেনাল্টি কর্নার থেকে গোল করেছেন অন্নু৷ সেমিফাইনালে জাপানের বিরুদ্ধে সহজ সুযোগ ফস্কেছিলেন অন্নু৷ কিন্তু ফাইনালে সুযোগ ছাড়েননি তিনি৷ গোলরক্ষকের বাঁ দিক দিয়ে ঘেঁষা শটে গোল করেন তিনি৷ গোল খেয়ে হাল ছাড়েনি দক্ষিণ কোরিয়া৷ তিন মিনিট পরেই সমতা ফেরায় তারা৷ ডান প্রান্ত ধরে আক্রমণে ওঠেন পার্ক সিয়ো ইয়োন৷ তারপর বক্সে ঢুকে গোল করে দেন৷ তিনি বিরতিতে ১-১ গোলে সাজঘরে যায় দু’দল৷
তৃতীয় কোয়ার্টারে আবার এগিয়ে যায় ভারত৷ এবারে গোল করেন নীলম৷ ৪১ মিনিটের মধ্যে গোলরক্ষককে পরাস্ত করে দেন তিনি৷ ফলে ২-১ গোলে জিতে চ্যাম্পিয়ন হয় ভারত৷