কোচবিহার জেলার হলদিবাড়ি ব্লকের দেওয়ানগঞ্জে গত ২৪শে এপ্রিল ব্লক স্তরের সেমিনার ও তিনঘন্টা অখণ্ড াা নাম কেবলম্ কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ এই উপলক্ষ্যে হলদিবাড়ি ব্লকের সমস্ত মার্গী ভাইবোন সেমিনার স্থলে উপস্থিত হন৷ সেমিনারের আয়োজনের দায়িত্বে ছিলেন স্থানীয় ইয়ূনিটের মার্গী ভাই বোনেরা৷
প্রথমে সকাল থেকে তিনঘন্টা অখণ্ড ‘াা নাম কেবলম্’ কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ কীর্ত্তনের সূরমূর্চ্ছনায় এক স্বর্গীয় পরিবেশ তৈরী হয়৷ বহু সাধারণ মানুষও কীর্ত্তনে অংশগ্রহণ করেন৷ কীর্ত্তনশেষে মিলিত সাধনা ও স্বাধ্যায় অনুষ্ঠিত হয়৷ এরপর মূল আলোচনা সভা শুরু হয়৷
আনন্দমার্গ দর্শনে সামাজিক, আর্থিক ও আধ্যাত্মিক বিষয়ের ওপর আলোচনা করা হয়৷ আনন্দমার্গ দর্শনের সামাজিক, অর্থনৈতিক তত্ত্ব তথা প্রগতিশীল উপযোগতত্ত্ব আধ্যাত্মিক ও নব্যমানবতাবাদের ওপর প্রতিষ্ঠিত সুসন্তুলিত বিকেন্দ্রীত অর্থনৈতিক পরিকল্পনা৷
বর্তমান সামাজিক বিভেদ ও অর্থনৈতিক বৈষম্যের অবসান ঘটিয়ে আনন্দমার্গের পক্ষ্যেই সম্ভব আদর্শ সমাজ ঘটন করা৷ আলোচনার এটাই সারকথা ছিল৷