সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
গত ১৫ই অক্টোবর,২৩ হুগলী জেলার গার্লস প্রাউটিষ্টের ভুক্তিপ্রধান অসীমা মাইতির তত্ত্বাবধানে চন্দননগর পৌরসভার অন্তর্গত বিবিরহাট, তালডাঙ্গা, চড়কতলা, এলাকার দুঃস্থ মানুষদের নূতন বস্ত্র ও খাবার প্যাকেট প্রদান করা হয়৷
এই অনুষ্ঠানে অবধূতিকা আনন্দরেখা আচার্যা, হুগলী জেলার ভুক্তিপ্রধান ডঃ মৃণাল রায় এবং চন্দননগর ইয়ূনিটের মার্গী ভাইবোনেদের উপস্থিতি ও সাহায্যে অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তোলে৷