হুগলী জেলার চন্দননগরে বস্ত্র বিতরণ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ১৫ই অক্টোবর,২৩ হুগলী জেলার গার্লস প্রাউটিষ্টের ভুক্তিপ্রধান অসীমা মাইতির তত্ত্বাবধানে চন্দননগর পৌরসভার অন্তর্গত বিবিরহাট, তালডাঙ্গা, চড়কতলা, এলাকার দুঃস্থ মানুষদের নূতন বস্ত্র ও খাবার প্যাকেট প্রদান করা হয়৷

এই অনুষ্ঠানে  অবধূতিকা আনন্দরেখা আচার্যা, হুগলী জেলার ভুক্তিপ্রধান ডঃ মৃণাল রায় এবং চন্দননগর ইয়ূনিটের মার্গী ভাইবোনেদের উপস্থিতি ও সাহায্যে অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তোলে৷