গত ৪ই নবেম্বর বৃহস্পতিবার হুগলী জেলার তারকেশ্বরে বিশিষ্ট আনন্দমার্গী শ্রী শৈল করেলের নিজ বাসভবনে তিন ঘন্টা ব্যাপী অখন্ড বাবা নাম কেবলম্’ কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷
কীর্ত্তনশেষে আনন্দমার্গের সাধিকা ব্রহ্মচারিণী অনিন্দা আচার্যা কীর্ত্তন মহিমা সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন৷ এরপরে হুগলীজেলার ডায়োসিস সেক্রেটারী আচার্য সুবিকাশানন্দ অবধূত আনন্দমার্গের দর্শনের ওপর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন৷
সবশেষে প্রায় দুইশতাধিক ভক্তদের প্রীতিভোজে আপ্যায়িত করা হয়৷
গত ১১ই নবেম্বর হুগলী জেলার আরামবাগের রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের বিশিষ্ট শিক্ষক পাতুলছাড়া গ্রামের নিবাসী নিরঞ্জন কুমার পালের নিজ বাসভবনে ৩ঘন্টা ব্যাপী অখন্ড বাবা নাম কেবলম্’ কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷
উক্ত অনুষ্ঠানেন উপস্থিত ছিলেন আচার্য ব্রহ্মদেবানন্দ অবধূত (আর.এস. কলকাতা), আচার্য সুবিকাশানন্দ অবধূত (ডি. এস , হুগলী), ব্রহ্মচারিণী অনিন্দা আচার্য৷ আরও উপস্থিত ছিলেন রবীন্দ্রপল্লীর আনন্দমার্গ স্কুলের সমগ্র শিক্ষকবৃন্দ ও স্থানীয় আনন্দমার্গীবৃন্দ৷
কীর্ত্তন শেষে কীর্ত্তন মহিমা সম্পর্কে বক্তব্য রাখেন আচার্য সুবিকাশানন্দ অবধূত৷ প্রায় দুই শতাধিক ভক্তদের নারায়নসেবার আয়োজনও করা হয়েছিল৷
l গত ১৮ই নবেম্বর হুগলীজেলার তারকেশ্বর আনন্দমার্গস্কুলের চেয়ারম্যান শ্রী শিবশঙ্কর পালের নিজবাসভবনে সকাল ৯-৩০ থেকে বেলা১২-৩০ পর্যন্ত অখণ্ড বাবা নাম কেবলম্’ নাম সংকীর্ত্তন অনুষ্ঠিত হয়৷
কীর্ত্তন শেষে গুরুপূজা স্বাধ্যায়ের পর উক্ত অনুষ্ঠানে আনন্দমার্গের দর্শন সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আচার্য গুরুদত্তানন্দ অবধূত ও আচার্য সুবিকাশানন্দ অবধূত৷ সবশেষে নারায়ণসেবারও আয়োজন করা হয়৷