হুগলী জেলায় ‘আমরা বাঙালী’র পথসভা ও প্রতিবাদ কর্মসূচী পালন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

চন্দননগর, ৬ই অক্টোবর ঃ হুগলী জেলার সাংস্কৃতিক ও সংগ্রামী চেতনার ঐতিহ্যমণ্ডিত শহর চন্দননগরে গত শনিবার, ৬ই অক্টোবর বিকেল ৪ ঘটিকা থেকে তিন ঘণ্টা ব্যাপী ‘আমরা বাঙালী’ হুগলী জেলার পক্ষে অসমে এন৷আর.সি. ও অন্যান্য রাজ্যে বিভিন্ন বাঙালী বিদ্বেষী বিল বা আইনের অজুহাতে বাঙালীদের নির্যাতন, নিপীড়ন, ও বিতাড়নের চক্রান্তের বিরুদ্ধে পথসভা ও প্রতিবাদ কর্মসূচী পালিত হয়৷ চন্দননগরের তালডাঙ্গা মোড়, সরিষাপাড়া মোড় ও লক্ষ্মীগঞ্জ বাজারে তিনটি পথসভা অনুষ্ঠিত হয়৷ পথসভার সূচনা করেন প্রবীণ প্রাউটিষ্ট শ্রীযুক্ত প্রভাত খাঁ মহাশয়৷ পথসভাগুলিতে বক্তব্য রাখেন সর্বশ্রী প্রভাত খাঁ, জেলাসচিব জ্যোতিবিকাশ সিন্হা, অভিরাম বাগ, মহাদেব কুণ্ডু, ডঃ মৃণাল কান্তি রায়, কৌশিক সাঁতরা, সৌমিত্র পণ্ডিত, দেবাশিস হাজরা প্রমুখ ব্যষ্টিগণ৷ দেশের বৈধ নাগরিক ও মূল বাসিন্দা হওয়া সত্ত্বেও অসমে ৪০ লক্ষ বাঙালীকে এন.আর.সি. তালিকাভুক্ত না করা, লক্ষ লক্ষ বাঙালীকে নাগরিকত্বহীন করার চক্রান্ত, ডিটেনশন ক্যাম্পে নির্যাতন, নিপীড়নের বিরুদ্ধে বক্তাগণ দৃঢ় কণ্ঠে সরব হন ও আপামর বাঙালীকে সংগ্রামে অবতীর্ণ হওয়ার আহ্বান জানান৷ হুগলী জেলার চুঁচুড়া, চন্দননগর, শ্রীরামপুর, চণ্ডীতলা, তারকেশ্বর, ধনেখালি প্রভৃতি ব্লক থেকে ‘আমরা বাঙালী’ সংঘটনের কর্মীবৃন্দ ও নেতৃস্থানীয়রা পথসভায় যোগদান করেন৷ সমগ্র কর্মসূচী রূপায়ন ও ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন সর্বশ্রী রামকমল দাস, অমলেশ গুঁই ও প্রণব বসু মহোদয়গণ৷ এই কর্মসূচীর ফলে সংশ্লিষ্ট অঞ্চলগুলিতে জনগণের মধ্যে ব্যাপক উদ্দীপনা ও উৎসাহ পরিলক্ষিত হয়৷ জনসাধারণের পক্ষ থেকে এই ধরণের আরও কর্মসূচী গ্রহণের অনুরোধ জানানো হয়৷