চুঁচুড়া ঃ গত ১৯শে মে ‘আমরা বাঙালী’ হুগলী জেলার পক্ষ থেকে ১৯৬১ সালের ১৯শে মে অসমের শিলচরে বাংলা ভাষার মর্যাদা রক্ষার আন্দোলনে যে ১১ জন ভাষা-শহীদ পুলিশের গুলিতে প্রাণ বিসর্জন দিয়েছিলেন, তাঁদের প্রতি যথাযোগ্য সম্মান প্রদর্শন ও শ্রদ্ধাজ্ঞাপন করা হয়৷ চন্দননগরের তালডাঙ্গা মোড়ে একাদশ ভাষা শহীদের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য প্রদান করা হয়৷ এরপর ভাষা শহীদদের প্রতিকৃতি সম্বলিত একটি সুসজ্জিত ট্যাবলো সহ তালডাঙ্গা মোড় থেকে পরিক্রমা শুরু করে তোলাফটক, কামারপাড়া, শুঁড়িপাড়া হয়ে চুঁচুড়ার খাদিনা মোড়ে এই পরিক্রমা সমাপ্ত হয়৷ পরিক্রমা কালে তালডাঙ্গা মোড়, তোলাফটক মোড়, কামারপাড়া মোড়, শুঁড়িপাড়া মোড় ও খাদিনা মোড়ে পথসভা অনুষ্ঠিত হয় ও প্রচারপত্র বিলি করা হয়৷ পথসভাগুলিতে ১৯শে মে-র ঐতিহাসিক বাংলা ভাষা আন্দোলনের ইতিহাস, এন আর সি, ডি-ভোটার ও অন্যান্য পদ্ধতিতে বঙলা তথা বাঙালীদের প্রতি বঞ্চনা ও অত্যাচারের ঘটনাবলী ও অতি সম্প্রতি কলকাতার বিদ্যাসাগর কলেজে বিদ্যাসাগরের মূর্ত্তি ভেঙ্গে বঙ্গ সংস্কৃতির ওপর নির্লজ্জ আক্রমণের বিরুদ্ধে বিভিন্ন বক্তা বক্তব্য পেশ করেন৷ তাঁরা বাঙলা ও বাঙালীর সম্মান রক্ষার্থে সমস্ত বাঙালীর প্রতি ঐক্যবদ্ধ সংগ্রামের আহ্বানও জানান৷ পথসভাগুলিতে বক্তব্য রাখেন সর্বশ্রী ডঃ মৃণালকান্তি রায়, দেশবন্ধু মাইতি, চিন্ময় তোষ ও জেলাসচিব জোতির্বিকাশ সিনহা৷ সমগ্র অনুষ্ঠানটির ব্যবস্থাপনায় ছিলেন সর্বশ্রী অভিরাম বাগ, রামকমল দাস, অমলেশ গুই প্রমুখ৷ এই অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রাপ্ত থেকে ‘আমরা বাঙালীর সদস্যগণ অংশগ্রহণ করেন৷ স্থানীয় অধিবাসীগণও এই অনুষ্ঠানের প্রতি তাঁদের সহমর্মিতা ও সহযোগিতার হাত বাড়িয়ে দেন৷
সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়