সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
কীর্ত্তন দিবস উপলক্ষে ৮ই অক্টোবর ২০২৪, হুগলি জেলার মশাট গ্রামে সন্দীপ পোড়েলের বাড়ি তিন ঘন্টা অখন্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ এলাকার অনেক মানুষ এই কীর্ত্তনে অংশগ্রহণ করেন৷ অবধূতিকা আনন্দ মধুপর্না আচার্যা ও অবধূতিকা আনন্দ সুধা আচার্যা কীর্ত্তন পরিচালনা করেন৷
ওইদিন হুগলী মগরা নিবাসী পরলোকগত আনন্দমার্গী গোবিন্দ পালের বাড়ীতে ৬ ঘন্টা ব্যাপী ‘ৰাৰা নাম কেবলম্’ কীর্ত্তন অনুষ্ঠিত হয় কীর্ত্তনের আয়োজন করেন তাঁর কন্যা ও জামাতা৷