হুংকার ও চাতরা, ‘আমরা বাঙালী’ হুগলীজেলার পক্ষ থেকে গত ২৩শে জনুয়ারী চুঁচুড়ার খাদিনা মোড়ে নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৩ তম জন্মদিন যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হয়৷ নেতাজীর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পন করে অনুষ্ঠানের সূচনা হয়৷
নেতাজীর জীবন ও আদর্শ সম্বন্ধে বক্তব্য রাখেন সর্বশ্রী গোবিন্দ প্রসাদ পাল, মহাদেব কুণ্ডু চিন্ময় তোষ ও জেলা সচিব জ্যোতিবিকাশ সিন্হা প্রমুখ৷ নেতাজীর আদর্শ রূপায়ণের জন্যে প্রাউট দর্শনের প্রতিষ্ঠার উপরে সকল বক্তাই গুরুত্ব আরোপ করেন৷ এছাড়াও নেতাজী সম্পর্কিত প্রচারপত্রও স্থানীয় জনগণের মধ্যে বিতড়ণ করা হয়৷
এই অনুষ্ঠানে হুগলী জেলার বিভিন্ন ব্লক থেকে ‘আমরা বাঙালী’ কর্মী ও নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন৷ অনুষ্ঠান আয়োজনের দায়িত্ব পালন করেন, সর্বশ্রী রামকমল দাস, অমলেশ গুঁই ও অবিরাম বাগ৷ সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রী বিশ্বজিৎ বণিক৷ স্থানীয় জনগণও এই অনুষ্ঠানে বহু সংখ্যায় যোগদান ও বিভিন্নভাবে সহযোগিতা করেন৷
শ্রীরামপুরের চাতরা শীতলাতলায় অপর একটি অনুষ্ঠানে নেতাজীর মর্মর মূর্ত্তিতে মাল্যদান করেন প্রবীণ প্রাউটিষ্ট শ্রী প্রভাত খাঁ মহোদয়৷ সেখানেও প্রচারপত্র বিলি করা হয়৷ শ্রীযুক্ত প্রভাত খাঁ তাঁর বক্তব্যে নেতাজীর জীবনাদর্শ ও প্রাউট দর্শন প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা সম্পর্কে বিশদ আলোচনা করেন৷