সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
ইছাপুর ঃ গত ২১শে সেপ্ঢেম্বর উত্তর ২৪ পরগণার ইছাপুরে বিশিষ্ট আনন্দমার্গী শ্রী অমিতাভ দাসের গৃহে ৩ ঘন্টা ব্যাপী অখণ্ড ‘াা নাম কেবলম্’ কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ শতাধিক আনন্দমার্গীর উপস্থিতিতে সকাল ৯ ঘটিকায় প্রভাত সঙ্গীত দিয়ে অনুষ্ঠান শুরু হয়৷ এর ৯-৩০ থেকে ১২-৩০ পর্যন্ত অখন্ড কীর্ত্তন হয়৷ কীর্ত্তন পরিচালনা করেন অবধূতিকা আনন্দ সংশুদ্ধা আচার্য, আচার্য সত্যসাধনানন্দ অবধূত, আচার্য ভাবপ্রকাশানন্দ অবধূত ও আচার্য শিবপ্রেমানন্দ অবধূত৷ কীর্ত্তনের পর যথারীতি মিলিত সাধনার পর স্বাধ্যায় করেন ও সমগ্র অনুষ্ঠান পরিচালনা শ্রী সন্তোষ বিশ্বাস (ভুক্তিপ্রধান)৷ এরপর কীর্ত্তনের ওপর বক্তব্য রাখেন আচার্য বোধিসত্তানন্দ অবধূত ও আচার্য শিবাপ্রেমানন্দ অবধূত৷