ইনার লাইন পারমিট - ভারতের সার্বভৌমত্বের উপর আঘাত

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

শিলচর ঃ অসম রাজ্য সচিব শ্রী সাধন পুরকায়স্থ জানান বর্তমানে মনিপুর রাজ্যে কেন্দ্র সরকারের অনুমতি সাপেক্ষে রাজ্য সরকার যে ‘‘ইনার লাইন পারমিট’’ নামক কালা কানুনটি চালু রেখেছেন ---তা আসলে ভারতের সার্বভৌমত্বের  উপর চরম আঘাত বলে ‘‘আমরা বাঙালী’’ মনে করে৷ দেশের জনগণ দেশের  যেকোনো জায়গায় মুক্তভাবে চলাফেরা, বসবাস করার যে সংবিধান স্বীকৃত অধিকার পেয়েছে--- তাকে খর্ব করে এই আইন ‘‘স্টেট উইদিন স্টেট’’ স্থাপন করতে চাইছে৷ সব থেকে বড় কথা এই সরকার  জনগণতান্ত্রিক কোনও রাজনৈতিক আন্দোলনকে মূল্য দেয়না৷ তাই ‘‘আমরা বাঙালী’’ দেশের সুপ্রীমকোর্টের শরণাপন্ন হয়েছে এই কালাকানুন রদ করতে৷ ‘‘আমরা বাঙালী’’র একটি প্রতিনিধিদল ‘‘আমরা বাঙালী’’র কেন্দ্রীয় সচিব বকুল রায়ের নেতৃত্বে সুপ্রীম কোর্টের বিশিষ্ট আইনজীবী স্যার ফৈজল আহমেদ আয়ুবি এর সাথে  দেখা করে উচ্চ ন্যায়ালয়ে বিষয়টি জানিয়ে আবেদন করার অনুরোধ জানান৷ শুধু তাই নয় প্রখ্যাত আইনজীবী ও সার্বভৌম বিশেষজ্ঞ সলমন খুরশিদ মহোদয়ও এ ব্যাপারে মিঃ আয়ুবী কে সহযোগিতা করার ও সওয়াল করার আশ্বাস দিয়েছেন৷ সুপ্রীম কোর্টে কেসটি  নথিভুক্ত হয়েছে, প্রভিশনাল এ্যাপলিকেশন নং ৮৮৬৩-২০২১ আমরা বাঙালী ভারসেস ইউনিয়ন অফ ইন্ডিয়া এ্যাণ্ড ও আর এস, ডাইরি নং-১৩০৫৭-২০২১৷ এই অন্যায়ের বিরুদ্ধে লড়াইএ সর্ব স্তরের মানুষকে সামিল হওয়ার অনুরোধ জানাই৷ বকুল চন্দ্র রায়, কেন্দ্রীয় সচিব, আমরা বাঙালী৷ উজ্জ্বল ঘোষ, কেন্দ্রীয় প্রচার সচিব, আমরা বাঙালী৷..