গত ১৬ই অক্টোবর ইন্দ্রাপুর(বাংলা) শহরে আনন্দমার্গের একটি ধ্যান মন্দিরের উদ্বোধন হ’ল৷ উদ্বোধন করলেন মার্গের প্রবীণ সন্ন্যাসী আচার্য সর্বেশ্বরানন্দ অবধূত৷
এদিন সকাল ১০টায় উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়৷ প্রথমে প্রভাত সঙ্গীত পরিবেশন, এরপর কীর্ত্তন ও মিলিত সাধনার পর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহাদেব মন্ডল৷ অনুষ্ঠানে প্রধান অতিথিরূপে উপস্থিত ছিলেন আচার্য সর্বেশ্বরানন্দ অবধূত৷ বিশেষ অতিথিরূপে ছিলেন শ্রী দ্বিজপদ তেওয়ারী (হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী)৷ অনুষ্ঠানে বহু স্থানীয় মানুষ ও আনন্দমার্গীরা উপস্থিত ছিলেন৷
প্রধান অতিথির ভাষণে আচার্য সর্বেশ্বরানন্দ অবধূত ভাগবত ধর্ম সম্বন্ধে বক্তব্য রাখেন৷ তিনি বলেন, সমস্ত মানুষের প্রকৃতপক্ষে এক ধর্ম৷ ধর্ম হলো সত্তাগত বৈশিষ্ট্য৷ মানুষ মাত্রেরেই ধর্ম হ’ল ভাগবত ধর্ম৷ এখানে মানুষে মানুষে কোনো ভেদ নেই৷ আর, এই ভাগবত ধর্মের চারটি বৈশিষ্ট্য বিস্তার, রস, সেবা ও তদস্থিতি৷
বিশেষ অতিথি দ্বিজপদ তেওয়ারী মহাশয় আনন্দমার্গের আদর্শ ও কীর্ত্তন মাহাত্ম্য সম্পর্কে বক্তব্য রাখেন৷ সভাপতির বক্তব্যে মহাদেব মন্ডল বলেন, আনন্দমার্গ সমস্ত মানুষের জন্যে৷ সমস্ত মানুষের কল্যাণ সাধনই আনন্দমার্গের ব্রত৷
এই অনুষ্ঠানের পর এদিন বিকেল ৩টে থেকে ১৭ তারিখে বিকেল ৩টে পর্যন্ত ২৪ঘন্টাব্যাপী অখন্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয় ও এরপর যথারীতি মিলিত সাধনা ও সমস্ত ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ হয়৷
সমগ্র অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনা করেন মার্গের বাঁকুড়া ডায়োসিসের ডায়োসিস সেক্রেটারী আচার্য শুদ্ধানন্দ অবধূত৷