সংবাদদাতা
পি.এন.এ.
সময়
ইরানের রাজধানী তেহেরানে গত ২০শে সেপ্ঢেম্বর মাথায় হিজাব না থাকায় নীতি পুলিশের মারে ২২ বছরের তরুণী মাহাশা আমিনের মৃত্যুর প্রতিবাদে গর্জে উঠেছে সে দেশের মহিলামহল৷ অগ্ণিগর্ভ ইরান৷ পুলিশের সঙ্গে প্রতিবাদীদের খণ্ড যুদ্ধে হত ৭৬ জন৷ একজন পুলিশকর্মী হত, আহত অনেক৷ আগুনে পুড়ে ছাই থানা৷ আগুনে জ্বলেছে পুলিশের গাড়ী৷ বিক্ষোভ ছড়িয়েছে তিরিশটি শহরে৷
প্রতিবাদ দমনে ইন্টারনেট পরিষেবা বন্ধ করেছে সে দেশের কর্ত্তৃপক্ষ৷ গত মঙ্গলবার পরিবারের সঙ্গে মাহাশা তেহেরান যাওয়ার পথে নীতি পুলিশ তাদের গাড়ী আটক করে৷ মাহাশা মাথায় হিজাব নেই দেখে তাকে গাড়ী থেকে টেনে বের করে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়৷