স্কটল্যাণ্ডের সংবাদমাধ্যমের সূত্রে পাওয়া খবর অনুযায়ী এটিই এখনও পর্যন্ত জানা গিয়েছে যে সেলটিকের প্রাক্তন স্ট্রাইকার অ্যান্থনি স্টোকসের সঙ্গে কথপকথন করেছেন ফাওলার৷ সেলটিকের হয়ে ১৩৫ টি ম্যাচ খেলেছেন স্টোকস৷ গোল করেছেন ৫৮টি৷ আর্সেনাল, ব্ল্যাকবার্ন রোভার্স, শেফিল্ড ইউনাইটেড সহ একাধিক ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর৷ আয়ারল্যাণ্ডের অনূর্দ্ধ ২১, সিনিয়র দলের হয়েও খেলেছেন তিনি৷
এবার কথা হল সব ঠিক হলে রবি ফাওলারের হাত ধরেই উঠছে ইস্টবেঙ্গল দলের উন্নয়ন৷ সরকারিভাবে এখনও ক্ষমতার অধিকারী না হলেও লিভারপুলের প্রাক্তন ফুটবলার দল গড়ার প্রক্রিয়া শুরু করেছেন আর তারই ফলে এই খবর জানা গেছে৷
গত রবিবার স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড (এফএসডিএল)-এর চেয়ারপার্সন জানিয়েছেন আই.এস.এল-এ ইস্টবেঙ্গলকে নিয়ে মোট ১১টি দলের টুর্র্নমেন্ট হতে চলেছে৷ হাতে সময় কম দলের৷ তাই দেশীয় ফুটবলারদের নিলেও বিদেশী ফুটবলার এখনও নেওয়া হয়নি৷ তাই বিদেশী ফুটবলার হিসেবে স্টোকস কে পছন্দ করে আনার সিদ্ধান্ত নেন ফাওলার৷ তিনি ৩২ বছর বয়সী স্টোকসকে দলে আনার উদ্যোগ নেন৷ তবে স্টোকস-এর সঙ্গে চুক্তি হবে কি না বা তিনি খেলবেন কিনা তা এখন পরিষ্কার হয়নি৷ কিছুদিনের মধ্যেই সবকিছু জানা যাবে যে স্টোকস খেলবেন না, নাকি খেলতে পারেন৷