ইস্টবেঙ্গলকে হারিয়ে কলকাতা লিগ চ্যাম্পিয়ন মোহনবাগান

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

চলতি মরসুমে ফুটবলের বিভিন্ন বয়সভিত্তিক প্রতিযোগিতায় বার বার হেরেছে ইস্টবেঙ্গল৷ হকিতেও জিততে পারল না তারা৷ কলকাতা প্রিমিয়ার হকি লিগে গ্রুপ পর্বে মোহনবাগানের বিরুদ্ধে ২-২ ড্র করেছিল৷ তবে ফাইনালে হেরে গেল ১-৩ গোলে৷

চলতি মরসুমে ফুটবলের বিভিন্ন বয়সভিত্তিক প্রতিযোগিতায় বার বার হেরেছে ইস্টবেঙ্গল৷ হকিতেও জিততে পারল না তারা৷ কলকাতা প্রিমিয়ার হকি লিগে গ্রুপ পর্বে মোহনবাগানের বিরুদ্ধে ২-২ ড্র করেছিল৷ তবে ফাইনালে হেরে গেল ১-৩ গোলে৷ অপরাজিত থেকে ট্রফি জিতল মোহনবাগান৷

রবিবার দুপুরে ডুমুরজলা স্টেডিয়ামে ছিল ফাইনাল৷ ডার্বি বলেই প্রচুর সমর্থক হাজির হয়েছিলেন৷ হাজির ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং হকি বেঙ্গলের সভাপতি সুজিত বসু৷ খেলার আগে সৌরভ-সহ বাকিরা খেলোয়াড়দের সঙ্গে পরিচিতি সারেন৷

অর্জুন শর্মা এবং কার্তিক এস-এর গোলে ২-০ এগিয়ে যায় মোহনবাগান৷ ইস্টবেঙ্গলের জামির একটি গোল শোধ করেন৷ তবে রাহিল মৌসিন গোল করে মোহনবাগানের জয় নিশ্চিত করেন৷ জয়ী মোহনবাগান ট্রফি ছাড়াও পেয়েছে তিন লক্ষ টাকা৷ রানার্স-আপ ইস্টবেঙ্গল পেয়েছে দুই লক্ষ টাকা৷ প্রতিযোগিতার সেরা খেলোয়াড় ইস্টবেঙ্গলের অতুলদীপ পেয়েছেন ১০ হাজার টাকা৷ প্রতিযোগিতার সর্র্বেচ্চ গোলদাতা মোহনবাগানের অভ্রণ সুদেবও একই টাকা পেয়েছেন৷

জয়ের পর মোহনবাগানের কোচ সিমরনজিৎ সিংহ বলেন, ‘‘দলের মধ্যে একতা থাকার জন্যই আমরা জিতেছি৷ মাঠ নয়, মাঠের বাইরেও একতা রয়েছে৷ কোচের কাজই হল ক্রীড়াবিদের মধ্যে চ্যাম্পিয়নের মানসিকতা তৈরি করা৷ সেটা পেরেছি বলেই ট্রফি জিতেছি৷’’

হকি লিগ জিতে ইস্টবেঙ্গলকে খোঁচা দিয়েছেন মোহনবাগানের বিদায়ী সচিব দেবাশিস দত্ত৷ বলেছেন, ‘‘২২ বছর পর হকির দল নামিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলাম৷ গত বছর রানার্স হওয়ার পর এ বার আবার চ্যাম্পিয়ন৷ গত কাল শুনলাম কোনও এক কর্তা বলেছেন, তাঁরা ক্রিকেট, হকি সবেতে মোহনবাগানকে হারাচ্ছেন৷ শুধু আইএসএলে পারছেন না৷ পরের দিনই মোহনবাগান হকিতেও ইস্টবেঙ্গলকে হারিয়ে দিল৷ এই জন্যই আগে থেকে ভবিষ্যদ্বাণী করতে নেই৷’’