ইট বইছে অলিম্পিক সাইক্লিং চ্যাম্পিয়ান

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

sports manপঞ্জাবের লুধিয়ানার রাজবীর সিং  ২০১৫ সালের স্পেশাল অলিম্পিক ওয়ার্ল্ড সামার গেমসে সাইক্লিংয়ে তিনি চ্যাম্পিয়ন হয়ে সোনা জিতে লস এঞ্জেলেস থেকে যখন তিনি ফিরেছিলেন  তখন তাকে নিয়ে সবাই অনেক উচ্ছ্বাস দেখিয়েছিলো এমনকি পঞ্জাব সরকার ১৫ লক্ষ টাকা পর্যন্ত দেওয়ার কথা হয়েছিল ৷ কিন্তু আজ ২০১৭ সালে আজ সেই রাজবীর সিংহের এমন অবস্থা যে তাকে পেটের  খিদে মেটানোর জন্য তুলে নিতে হয়েছে নিজের কাঁধে ইটের বোঝা৷ আজ তার পাশে সরকারও নেই, আর কোনো উদ্যোক্তাও নেই ভারতের এক অমূল্য সম্পদ অনাহারে নিজের জীবন কাটাচ্ছে তাতে কারোও কোনো নজর নেই৷ এমতাবস্থায়  এক এনজিও তার পাশে দাঁড়িয়েছে, এখানকার  কর্ণধার গুরপ্রীত সিং রাজবীরের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন৷ অন্যান্যদের থেকেও সাহায্যের হাত আশা করছেন গুরপ্রীত৷ কিন্তু কেউ রাজবীরের দিকে সাহায্যের হাত বাড়াচ্ছেন না৷ তাই গুরপ্রীত চাইছেন যতশীঘ্র সম্ভব তাঁকে সরকার থেকে টাকা পাইয়ে দেবার ব্যবস্থা করতে৷