সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
স্পিরিচ্যুয়ালিষ্টসস্পো এণ্ড এডভেঞ্চারস ক্লাব আনন্দনগর ফুটবল একাডেমীর শুভানুধ্যায়ী, শুভাকাঙ্ক্ষী ইতালির সিনিয়র ইউরো ফুটবল কোচ জ্যোতির্ময় আনন্দনগর ফুটবল একাডেমীর জন্যে ইতালি থেকে দুই সেট জার্সি পাঠিয়েছেন৷ আমাদের প্লেয়াররা সেই জার্সি পরে প্রাক্টিস করছে৷
কোভিডের আগে তিনি প্রতিবছর ১৫ দিনের জন্যে আনন্দনগর এসে গ্রামের ছেলেদের ট্রেনিং দিতেন৷ বর্তমানে তাঁর বৃদ্ধ মা-বাবার দেখাশোনার কারণে আসতে পারছেন না৷ এই সমস্যা অতিক্রম হলেই তিনি প্রতিজ্ঞাবদ্ধ বছরে ছয়মাস আনন্দনগর ফুটবল একাডেমীর প্লেয়ারদের কোচিং করবেন৷