ইতালিতে আনন্দমার্গ

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

ইতালির বেরোণা(Verona)তে গত ২৯শে জুন ‘প্ল্যানেট ইণ্ডিয়া’ নামে একটি সামাজিক-সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে একটি মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷

ওই অনুষ্ঠানে আনন্দমার্গের প্রচারক সংঘের প্রচারক আচার্য প্রবুদ্ধানন্দ অবধূত ‘সাত্ত্বিক জীবনচর্যা ও আধ্যাত্মিকতা’র ওপর এক মনোজ্ঞ বক্তব্য রাখেন৷ তিনি বলেন আধ্যাত্মিক অনুশীলন মানুষকে উচ্চমূল্যবোধে প্রতিষ্ঠিত করে ও মানুষের জীবনে এনে দেয় যথার্থ শান্তি৷

এখানে রাওয়া(RAWA) শিল্পী রত্না সরকার প্রভাত সঙ্গীত পরিবেশন করেন ও প্রভাত সঙ্গীতের ভাব, সুর ও রাগের ওপর বক্তব্য রাখেন৷