ইটালিতে আনন্দমার্গের ‘রিট্রিট’

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

ইটালির টেবিসো-তে অবস্থিত আনন্দমার্গের মাষ্টার ইয়ূনিট ‘আনন্দ প্রতীচি’র সেবা নিকেতনে গত ১৯শে থেকে ২২শে এপ্রিল আনন্দমার্গের একটি রিট্রিট (সেমিনার) অনুষ্ঠিত হয়৷ চার দিনের এই রিট্রিটে ইটালির বিভিন্ন অঞ্চল থেকে আনন্দমার্গীরা যোগদান করেন৷ তাছাড়া হল্যাণ্ড ও মরিসিয়াস থেকেও আনন্দমার্গীরা এই সেমিনারে যোগদান করেন৷ এই সেমিনারে অবধূতিকা আনন্দ বিশ্বমিত্রা আচার্যা ‘মানব প্রগতি’-র ওপরে, আচার্য বাণীব্রতানন্দ অবধূত ‘জড় ও চেতন’ বিষয়ে, প্রবীণ আনন্দমার্গী মার্কণ্ডেয় সুইজারল্যাণ্ডে বাবার (শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী) প্রবচনের ওপর, বিশিষ্ট আনন্দমার্গী অমর ‘প্রাউট’-এর ওপর, ধ্রুব ‘ইটালিতে সমাজ আন্দোলনে’র ওপর আলোচনা করেন৷ দিদি আনন্দ প্রপত্তি সেমিনারে উপস্থিত সকলের খাওয়া-দাওয়ার দেখাশোনার দায়িত্বে ছিলেন৷ এ ব্যাপারে ইটালির ভক্ত আনন্দমার্গী ঊষা, রত্না, দীনেশ প্রমুখরা সর্বপ্রকার সহায়তা করেন৷

অবধূতিকা আনন্দশোভা আচার্যা কথা কীর্ত্তনের ক্লাসে বাবার সম্পর্কে তাঁর নিজেরও অন্যান্য দাদা-দিদিদের অভিজ্ঞতা বর্ণনা করেন৷ তাছাড়া সিস্টার রত্না যোগাসনের ওপর ক্লাস নেন৷ দাদা দেবানন্দ ও দাদা প্রবুদ্ধানন্দ অবধূত আধ্যাত্মিক সাধনা ও ভক্তির ওপর আলোকপাত করেন৷ অমল, বিমল ও অন্যান্যরা কীর্ত্তন পরিবেশন করে এক অপূর্ব আধ্যাত্মিক পরিমণ্ডল সৃষ্টি করেন৷