ইউক্রেনের পাশে প্রিমিয়ার লিগ

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ ঘোষণা করার সিদ্ধান্তকে ধিক্কার জানিয়েছে প্রিমিয়ার লিগ৷ এই পরিস্থিতিতে ইউক্রেনের ফুটবল ক্লাব ও ফুটবলাররা যাতে সমস্যায় না পড়ে তার জন্য লিগের ‘ডিজাস্টার ইমারজেন্সি কমিটি’ অর্থ সাহায্য করবে বলে জানিয়েছে৷

এখন থেকে প্রিমিয়ার লিগের প্রতিটি খেলায় ফুটবলার ও সার্র্পেট স্টাফরা হাতে বিশেষ ব্যাণ্ড পরে নামবেন৷ খেলা শুরু হওয়ার আগে ইউক্রেনের  উদ্দেশে সমর্থন প্রদর্শন করবে তাঁরা৷ তাছাড়া মাঠের মধ্যে  বড় পর্দায় লেখা থাকবে ‘ফুটবল একসঙ্গে রয়েছে’ বার্র্ত৷ ইউক্রেনের জাতীয় পতাকার নীল-হলুদ রঙের উপরে লেখা থাকবে সেই বার্র্ত৷ বিশ্ব জুড়ে প্রিমিয়ার লিগ সম্প্রচার সহযোগীরা সেই বার্র্ত করবে বলে জানানো হয়েছে৷

রাশিয়ার সম্প্রচার সহযোগীর সঙ্গে সম্পর্ক পুরোপুরি ছিন্ন করার বিষয়ে একমত হতে বাধ্য হয়েছে প্রিমিয়ার লিগের সব ক্লাব৷ রাশিয়ার প্রিমিয়ার লিগের সম্প্রচার সহযোগী র‌্যাম্বলার-এর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে তারা৷ সেই সঙ্গে ইউক্রেনকে ১০ লক্ষ ইউরো আর্থিক সাহায্যেরও প্রতিশ্রুতি দিয়েছে প্রিমিয়ার লিগ৷