ইউরিক অ্যাসিড কমাতে বাঙলার হোমিওপ্যাথি গবেষণার বিশ্ব স্বীকৃতি

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে খুব ভালো  কাজ  দিচ্ছে হোমিওপ্যাথিক ওষুধ৷ বাঙলার সরকারী হোমিওপ্যাথিক চিকিৎসকরা তা বিজ্ঞানসম্মতভাবে প্রমাণ করে দেখালেন৷ রক্তে স্বাভাবিক মাত্রায় ইউরিক অ্যাসিডের  পরিমান হল ৩.৫-৬.৫ মিগ্রা ডি.এল৷ তার বেশী ইউরিক অ্যাসিড থাকলে বলে হাইপার ইউরিসেমিয়া৷ পুরুষদের ক্ষেত্রে ৭ ও মহিলাদের ক্ষেত্রে ৬.৫ এর বেশী থাকলে শুরু হয়ে যায় সমস্যা৷

ট্যাংরার ডি.এন. দে হোমিওপ্যাথিক মেডিকাল কলেজের  হাসপাতালের চিকিৎসকরা প্রায় দেড়বছরের গবেষণায় দেখিয়েছেন, হোমিওপ্যাথিক চিকিৎসার মধ্যে থাকলে রোগীদের ইউরিক অ্যাসিডে অন্ততপক্ষে ২.মিগ্রা/ডেসিলিটার পরিবর্তন আসছে৷ ইংল্যাণ্ডের হোমিওপ্যাথি শীর্ষক আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে ডাঃ শুভাশিস গঙ্গোপাধ্যায় ও ডাঃ প্রিয়াঙ্কা ঘোষের এই গবেষণা৷ এ প্রসঙ্গে  মেডিক্যাল কলেজের  অধ্যক্ষ ডাঃ শ্যামল মুখোপাধ্যায়ের দাবী শুধু দেশে নয় সারা পৃথিবীতে ইউরিক অ্যাসিডে হোমিওপ্যাথিক চিকিৎসায় কার্যকারিতার ‘র‌্যাণ্ডমাইজড কন্ট্রোল’ ট্রায়াল এই প্রথম হল৷ আশা করছি হোমিওপ্যাথি চিকিৎসা বিদ্যা নিয়ে যারা এতদিন সংশয় প্রকাশ করতেন, এবার তাদের চোখ খুলবে৷