পেটে অসহ্য যন্ত্রণা নিয়ে ‘চিকিৎসক’-এর দ্বারস্থ হয়েছিল ১৫ বছরের কিশোর৷ ইউটিউব ভিডিয়ো দেখে কিশোরের গলব্লাডার অস্ত্রোপচারও করেন চিকিৎসক ও তাঁর সঙ্গীরা৷ এর পরেই মৃত্যু হয়েছে কিশোরের৷ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বিহারে৷
নিহত কিশোরের নাম কৃষ্ণ কুমার৷ বিহারের সারানের বাসিন্দা ওই কিশোর৷ কৃষ্ণের পরিবার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, কয়েক দিন ধরেই বারবার বমি করছিল সে৷ সঙ্গে পেটে অসহ্য যন্ত্রণা৷ তড়িঘড়ি তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান তাঁরা৷ প্রাথমিক পরীক্ষার পর সেখানকার এক চিকিৎসক তাঁদের জানান, অবিলম্বে গলব্লাডার অস্ত্রোপচার করতে হবে৷ এর পর পরিবারের সম্মতি ছাড়াই ইউটিউব ভিডিয়ো দেখে অস্ত্রোপচার সেরেও ফেলেন ‘চিকিৎসক’ ও তাঁর সঙ্গীরা৷ কিন্তু অস্ত্রোপচারের পরেই অবস্থার অবনতি হতে থাকে কিশোরের৷ সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স ডেকে তাকে অন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন হাসপাতাল কর্তৃপক্ষ৷ কিন্তু রাস্তাতেই মৃত্যু হয় কিশোরের৷ ঘটনার পর থেকেই ফেরার ওই ‘চিকিৎসক’ ও তাঁর সঙ্গীরা৷ চিকিৎসকের নাম অজিত কুমার পুরি৷ তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে৷ নিহত কিশোরের পরিবার দাবি করেছে, ওই ব্যক্তি আদৌ কোনও চিকিৎসক নন, তাঁর শংসাপত্রগুলিও ভুয়ো৷ ইতি মধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷ নিহত কিশোরের দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে৷ ওই ‘চিকিৎসক’ ও তাঁর সঙ্গীদের খোঁজ চলছে৷