সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
গত ২৬শে সেপ্ঢেম্বর কোচবিহার জেলার মাথাভাঙা ব্লকের গোপালপুরে কর্ষক স্বার্থ বিরোধী কৃষি বিল ও অত্যাবশ্যকীয় পণ্যদ্রব্য বিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয় ও একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছিল ইয়ূনিবার্র্সল প্রাউটিষ্ট ফারমার ফেডারেশনের পক্ষ থেকে৷ উক্ত আলোচনাসভায় কৃষিকে শিল্পের মর্যাদা দেবার ও প্রাউটের ব্লকভিত্তিক কৃষিশিল্প পরিকল্পনাকে বাস্তবে রূপ দেবার দাবী তোলা হয়৷ ওই সভা থেকে কৃষি-বিল বাতিলের দাবী তোলা হয় ও যেভাবে রাজ্যসভায় গায়ের জোরে অগণতান্ত্রিকভাবে কৃষিবিল পাশ করা হয় তার তীব্র নিন্দা করা হয়৷