জালালখাখি গ্রামে কীর্ত্তন অনুষ্ঠান

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ১৮ই ফেব্রুয়ারী ২৪ রবিবার নদীয়া জেলার জালালখালি গ্রাম সহ বিভিন্ন ব্লক থেকে আগত শতাধিক ভক্তের উপস্থিতিতে নদীয়া জেলার অন্তর্গত জালালখালি গ্রামে বিশিষ্ট আনন্দমার্গী শ্রীরঞ্জিত বিশ্বাস ও শ্রীমতী সুমতী বিশ্বাস এর বাসগৃহে সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত মানবমুক্তির মহামন্ত্র ‘‘বাবা নাম কেবলম অখন্ড সঙ্কীর্তন অনুষ্ঠিত হয়৷কীর্তনের মধুরানন্দে গ্রামের দূর-দুরান্ত থেকে বহু ভক্ত কীর্তন অঙ্গনে উপস্থিত হন৷       

কীর্ত্তন পরিচালনা করেন বৃন্দাবন বিশ্বাস,শ্রী গোরাচাঁদ দত্ত, শ্রীমতী কাকলী মন্ডল ,ব্রহ্মচারিণী শুদ্ধা আচার্যা প্রমুখ৷ কীর্তন শেষে মিলিত সাধনা,গুরুপুজা,স্বাধ্যায় করেন- শ্রীবরুণ বিশ্বাস৷

আনন্দমার্গ দর্শনের বিভিন্ন দিক নিয়ে আলোচনায় অংশ গ্রহণ করেন ---বড়ণবেড়িয়া আনন্দমার্গ মাষ্টার ইউনিটের রেকটার মাষ্টার-আচার্য গোপেশানন্দ অবধূত, নদীয়া জেলার ভুক্তি প্রধান ডাঃ বৃন্দাবন বিশ্বাস, কৃষ্ণনগর আনন্দমার্গ স্কুলের অধ্যক্ষা, ব্রহ্মচারিণী শুদ্ধা আচার্যা ও গৌরাঙ্গ ভট্টাচার্য৷ স্থানীয় বহু বিশিষ্ঠ ব্যাক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷ বিশিষ্ঠ বাউল কীর্ত্তনীয়া অমর ক্ষ্যাপা অনুষ্ঠানের শেষে বক্তব্য রাখেন৷