জানুয়ারীর শেষ সপ্তাহে শুরু হতে চলেছে আনন্দমার্গের প্রথম স্তরের সেমিনার

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

আন্তর্জাতিক নববর্ষ উপলক্ষ্যে ধর্মমহাসম্মেলন আনন্দনগরে অনুষ্ঠিত হয়েছে গত ১লা,২রা ও ৩রা জানুয়ারী,২০২২৷ ধর্ম মহাসম্মেলনে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী আনন্দমার্গ দর্শন ভিত্তিক ষান্মাসিক সেমিনার শুরু হচ্ছে জানুয়ারী মাসের শেষ সপ্তাহে থেকে৷

এই সেমিনারে আনন্দমার্গের দর্শনের সামাজিক অর্থনৈতিক ও আধ্যাত্মিক বিষয়ের ওপর মূলত আলোচনা হবে৷ বিষয়গুলি হল সাধনা,অভিধ্যান ও কীর্ত্তন৷ প্রকৃত গুরুকে, নূ্যনতম প্রয়োজন ও সর্বাধিক সুখ সুবিধা,সভ্যতা বিজ্ঞান ও আধ্যাত্মিক প্রগতি৷

আগামী ২৮,২৯ ও ৩০শে জানুয়ারী প্রথম স্তরের সেমিনার অনুষ্ঠিত হবে কলকাতা সার্কেলে টাটানগর ডায়োসিস, মেদিনীপুর ডায়োসিস, বর্ধমান ডায়োসিস, কৃষ্ণনগর ডায়োসিস, রায়গঞ্জ ডায়োসিস ও শিলং সার্কেলে শিলং ডায়োসিসে৷