জার্মানীতে আনন্দমার্গের সেমিনার

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ২২-২৮শে জুন জার্র্মনীর ব্রান্সউইগে  আনন্দমার্গের আধ্যাত্মিক জীবনচর্র্চ ও দর্শনের ওপর একটি নিবিড় আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ ওই কদিন  মানবমুক্তির মহামন্ত্র ‘বাবা নাম কেবলম্’ কীর্ত্তনও অনুষ্ঠিত হয়৷ জার্র্মনী, ইতালি, ডেনমার্ক, সুইডেন, আইসল্যাণ্ড, স্পেন, পর্তুগালসহ বার্লিন সেক্টরে সবদেশেই মনোনশীল সাধকবৃন্দ আনন্দমার্গ দর্শন ও সাধনা পদ্ধতির ওপর গবেষণা করে চলেছেন৷ এইসব বিষয়ের ওপর নিয়মিত অনলাইন ক্লাসও চলছে৷ বার্লিন সেক্টরে সেক্টরিয়াল সচিব আচার্য প্রবুদ্ধানন্দ অবধূত অনুষ্ঠানগুলির পরিচালনা করছেন৷